Saturday, December 14, 2013

Bangladesh Cricket Board


Wednesday, December 11, 2013

সংলাপ অব্যাহত রাখার আহ্বান তারানকোর

ঢাকা: বিবদমান দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতা না হলেও সঙ্কট নিরসন প্রচেষ্টায় উভয়পক্ষে সংলাপের সূচনা করে দিয়ে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো।

ছয় দিনের সফর শেষে বুধবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে এমন কথাই বললেন তিনি।

ব্রিফিংএ তিনি বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন চায়।’

তার এই সফরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা,পররাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন, সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন উল্লেখ করে তারানকো বলেন, ‘জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ সঙ্কট নিরসনে দুই পক্ষ সংলাপে বসেছে। জাতিসংঘ আশা করে, তারা সঙ্কট সমাধানে সংলাপ চালিয়ে নেবেন। বাংলাদেশ নিজের সমস্যা নিজেদের মতো করেই সমাধান করুক।’

চলতি সঙ্কটে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সঙ্কট বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিকে ব্যাহত করছে।’

তিনি বলেন, ‘অব্যাহত সহিংসতায় নারী-শিশুসহ নিরপরাধ মানুষ আক্রান্ত হচ্ছে, এতে জাতিসংঘ মহাসচিবও উদ্বিগ্ন। আমি সবাইকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছি।’

১৯৯৭ সালের মার্চে বাংলাদেশ সফরে আসা সদ্যপ্রয়াত বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার উক্তি, ‘ঐক্যবদ্ধ জাতি যেকোনো কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে’ স্মরণ করিয়ে দিয়ে তারানকো বলেন, ‘আমি বিশ্বাস করি, দুই দল ছাড় দেয়ার মানসিকতা নিয়ে সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ চালিয়ে যাবে।’

এসময় জাতিসংঘ মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশগ্রহণের কথা উল্লেখ করে তারানকো বলেন, ‘এদেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিসংঘ সব সময় পাশে থাকবে।’

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ তারানকো বলেন, ‘আমি বাংলাদেশের উন্নত ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী।’

গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তারানকো অনুরোধ করেন, নিরপেক্ষ ও গঠনমূলক কাজ চালিয়ে যান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ছাড়া সমঝোতা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘যদি রাজনৈতিক নেতাদের সহনশীলতা ও ছাড় দেয়ার মানসিকতা থাকে তাহলে সমঝোতা সম্ভব। আমি মনে করি, দুই দলেরই সমঝোতায় পৌঁছানো এখন খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। রাজনৈতিক নেতাদের একসাথে বসা উচিৎ। দুই পক্ষই সংলাপ চালিয়ে যাবে বলে আমার আশা।’

সফর এবং বৈঠক সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করবেন জানিয়ে তারানকো বলেন, ‘দুই পক্ষই এখন সংলাপের মধ্যে রয়েছে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে খুব ভালো বন্ধু মনে করেন। তিনি চান নির্বাচনের জন্য একটি সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করতে।’

প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠকে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুই পক্ষই তৃতীয় বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। এই সংলাপ গঠনমূলক। এর বৈশিষ্ট্য: বিভিন্ন ইস্যুতে তারা সংলাপ করতে পারে; দুই পক্ষই নিজেদের মধ্যকার উত্তেজনা কমিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে। কারণ, বৈঠক ছাড়া সমঝোতা সম্ভব নয়। জাতিসংঘের দায়িত্ব হলো- আলোচনার পরিবেশ তৈরি করা এবং বৈঠক শুরু করে দিয়ে যাওয়া।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে তরানকো বলেন, ‘ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা সম্ভব হয়নি। ইচ্ছা থাকলে উপায় হয়। এখন প্রয়োজন দুই পক্ষের প্রতিনিধিদের আলোচনা চালিয়ে যাওয়া।’

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের লক্ষ্যে গত শুক্রবার পাঁচ দিনের সফরে বাংলাদেশ আসেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। পরদিন থেকেই রাজনৈতিক দল, কূটনীতিক, নির্বাচন কমিশন, দুই নেত্রীর উপদেষ্টা এবং সুশীল সমাজের সঙ্গে দফা দফায় বৈঠক করেন তিনি। মঙ্গলবার তার সফরের শেষ দিন ছিল। কিন্তু হঠাৎ করে এদিন প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠকের ব্যবস্থা করেন তারানকো। যথেষ্ট গোপনীয়তার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আর তখনই তিনি তার সফর এক দিন বাড়ানোর কথা জানান। সর্বশেষ বুধবার আবারো দুই মহাসচিবের বৈঠক হয়েছে। অবশ্য এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী সময় দিতে পারেননি বলে জানা গেছে।

Tuesday, December 10, 2013

FIFA World Cup™ 2014 Live - Fixtures | Latest News | Match Results |Standings | Groups | Points Table


The 2014 FIFA World Cup will be the 20th FIFA World Cup, an international men's football tournament, that is scheduled to take place in Brazil from 12 June to 13 July 2014.It will be the second time that Brazil has hosted the competition, the previous being in 1950. Brazil was elected unchallenged as host nation in 2007 after the international football federation, FIFA, decreed that the tournament would be staged in South America for the first time since 1978 in Argentina.The national teams of 31 countries advanced through qualification competitions that began in June 2011 to participate with the host nation Brazil in the final tournament. A total of 64 matches are to be played in twelve cities across Brazil in either new or redeveloped stadiums, with the tournament beginning with a group stage. For the first time at a World Cup Finals, the matches will use goal-line technology.
Spain is the defending champion, having defeated the Netherlands 1–0 in the 2010 World Cup final to win its first World title. The previous four World Cups staged in South America were all won by South American teams

Qualification
The allocation of places for the final tournament was decided on 3 March 2011, with the distribution of the 31 places determined through the qualification process unchanged from that of the previous tournament.The qualification draw for the 2014 World Cup was held at the Marina da Glória in Rio de Janeiro on 30 July 2011.As the host nation, Brazil automatically qualified for the tournament.
203 of the 208 FIFA national teams at the time participated in the qualification stages, which began on 15 June 2011 and concluded on 20 November 2013. 24 of the 32 eventual qualifiers were present at the previous tournament, with the only debutant being Bosnia and Herzegovina, which qualified for the first time as an independent nation.The highest-ranked absentee according to FIFA World Rankings will be Ukraine, while the OFC region will have no representation at a World Cup Finals for the first time since 2002.

Matches Fixtures

FIFA World Cup™ 2014 Live - Fixtures

 
Download Matches Fixtures

FIFA World Cup Venues 2014

FIFA World Cup Venues 2014
Add caption

  • Estadio Mineirao - Belo Horizonte

    Estadio Mineirao - Belo Horizonte

    One of the most historic venues in Brazilian football and called home by Atletico Mineiro and Cruzeiro, the 57,483 capacity Estadio Mineirao is set to...
    Belo Horizonte
  • Estadio Nacional de Brasilia - Brasilia

    Estadio Nacional de Brasilia - Brasilia

    In keeping with one of the country’s most architecturally advanced cities, Brasilia’s 68,009-capacity Estadio Nacional is an imposing sight and the se...
    Brasilia
  • Arena Pantanal - Cuiaba

    Arena Pantanal - Cuiaba

    Sustainability has been the major consideration for the new stadium in Cuiaba, as those visiting the 42,968-seater arena will be able to enjoy the 201...
    Cuiaba
  • Arena da Baixada - Curitiba

    Arena da Baixada - Curitiba

    Ever since renovation works were completed in June 1999, the historic Estadio Joaquim Americo – better known as the Arena da Baixada – has been consid...
    Curitiba
  • Estadio Castelao - Fortaleza

    Estadio Castelao - Fortaleza

    Thanks to the 2014 FIFA World Cup Brazil, the main football stadium in the city of Fortaleza, home to both Ceara and Fortaleza, will be entirely refur...
    Fortaleza
  • Arena Amazonia - Manaus

    Arena Amazonia - Manaus

    While not one of the traditional hotbeds of Brazilian football, Manaus is sure to prove a major attraction at Brazil 2014 thanks to the Arena Amazonia...
    Manaus
  • Estadio das Dunas - Natal

    Estadio das Dunas - Natal

    Ever since it was inaugurated back in 1972, the Estadio Joao Claudio de Vasconcelos Machado – better known as the Machadão – has welcomed the biggest...
    Natal
  • Estadio Beira-Rio - Porto Alegre

    Estadio Beira-Rio - Porto Alegre

    Built in a picture-postcard setting on the banks of the River Guaiba, the Beira-Rio is home to Porto Alegre’s Internacional, who share a fierce rivalr...
    Porto Alegre
  • Arena Pernambuco - Recife

    Arena Pernambuco - Recife

    Recife, a city whose passion for the beautiful game is without question,  is set to gain a brand-new arena in time to host five matches at Brazil 2014...
    Recife
  • Estadio Do Maracana - Rio de Janeiro

    Estadio Do Maracana - Rio de Janeiro

    Built for the 1950 FIFA World Cup Brazil, and the setting for that year’s unforgettable decider between the hosts and Uruguay, the Maracana is set to...
    Rio De Janeiro
  • Arena Fonte Nova - Salvador

    Arena Fonte Nova - Salvador

    Brazil’s first capital city, Salvador will play host to six matches at the 2014 FIFA World Cup Brazil™, with a new 52,048-capacity stadium being built...
    Salvador
  • Arena de Sao Paulo - Sao Paulo

    Arena de Sao Paulo - Sao Paulo

    Of the three biggest clubs in Sao Paulo, the only one which previously did not own a stadium with the necessary size and infrastructure to host games...
    Sao Paulo 
  • Source:-  http://www.fifa.com